Friday, April 19, 2013

অবিভাজ্য


অবিভাজ্য

মনে পরে ইউসুফ ইশকুল শেষে
একছুটে পৌছনো মেঘনার চরে
আব্দুল মাঝি তার  ডিঙ্গা ভাসায়
ভাসে ভাটিয়ালি সুর দূর নদীপানে
যাদুকরী। মনে পরে পউষের দিনে
নরম মুগের পুলি পায়েসে সুবাসে
টিফিনেতে ভাগাভাগি। বনকুল বনে
লুকিয়ে কজনে বসে আজো মনে পরে?

সেই যে বাঁশের বাঁশি বানাত যে হরি
বলেছিল দেবে শুধু আমাকে ও তোকে
পাশ হলে ইশকুলে। কি বাজাত বল?
অথবা সে মফিদুল ইতিহাস স্যার
শোনাত সে সব কথা সীতারাম রায়
পলাশি সিরাজ আর সুভাষের নাম
কেমন আছেন আজ? বেঁচে কি আছেন?
মনে পরে আজ তোর সেই সব কিছু?

হাজার বছর বুঝি চলে গেল মাঝে
হাজার অথবা লাখো কে জানে সময়
কখন কিভাবে যায় কোন পথে চলে
দেশভাগে কার দোষে কেজানে? রিফ্যুজি
আমি। শোন যে যা বলে বলুক সবাই;
আমি জানি তুই আর আমি ঠিক আছি
কোনও ভাগ হয়নি রে আমাদের দেশে
মা কখনো ভাগ হয়? সেধে নিজে থেকে?



No comments:

Post a Comment