Friday, April 19, 2013

অবিভাজ্য


অবিভাজ্য

মনে পরে ইউসুফ ইশকুল শেষে
একছুটে পৌছনো মেঘনার চরে
আব্দুল মাঝি তার  ডিঙ্গা ভাসায়
ভাসে ভাটিয়ালি সুর দূর নদীপানে
যাদুকরী। মনে পরে পউষের দিনে
নরম মুগের পুলি পায়েসে সুবাসে
টিফিনেতে ভাগাভাগি। বনকুল বনে
লুকিয়ে কজনে বসে আজো মনে পরে?

সেই যে বাঁশের বাঁশি বানাত যে হরি
বলেছিল দেবে শুধু আমাকে ও তোকে
পাশ হলে ইশকুলে। কি বাজাত বল?
অথবা সে মফিদুল ইতিহাস স্যার
শোনাত সে সব কথা সীতারাম রায়
পলাশি সিরাজ আর সুভাষের নাম
কেমন আছেন আজ? বেঁচে কি আছেন?
মনে পরে আজ তোর সেই সব কিছু?

হাজার বছর বুঝি চলে গেল মাঝে
হাজার অথবা লাখো কে জানে সময়
কখন কিভাবে যায় কোন পথে চলে
দেশভাগে কার দোষে কেজানে? রিফ্যুজি
আমি। শোন যে যা বলে বলুক সবাই;
আমি জানি তুই আর আমি ঠিক আছি
কোনও ভাগ হয়নি রে আমাদের দেশে
মা কখনো ভাগ হয়? সেধে নিজে থেকে?Saturday, April 6, 2013

অভিষেকঅভিষেক

অন্ধকার এ সময়, শুধু কি অন্ধকার?
পতিতের  জলাভুমে  আলেয়া হয়ে
সস্তা পোষাকে  সেজে (পতিত মনের পাশে)
বিক্রি কর, বুঝি দেখাও শরীর ।

সন্তান জন্মক্ষুধাতুর, খিঁদে বুঝি বেচে দেয় সব
প্রিয়জন হয় আততায়ী ।
সোনার উঠোনে হয় মিথ্যের বারমাষ্যা
অন্ধকার এসময়ে বাংলা মা আমার (বহুদিন ডাকিনি এ নামে)
আমারি রক্তে হোক সত্যের পুনঃ অভিষেক ।

একক


একক

সে যদি অপরিচিত চেনা জানা সময়ে সুদূরে
কেমনে আয়না তুমি বিম্বিত কর তারে সুরে

ব্যাতীরেক আসলেতে হয়ত বা নিয়মানুসারী
পুকুরে সাপের মাথা আর লেজে হয়েছে কখনো আড়ি?

হয়ত হয়নি কভু তবু কোনও দূরকাল-ক্ষণবাসী
পরিচিত মাত্রায় দেয় ধরা যদি অনাহূত আসি
পালটায় রঙ যদি মাথা আর লেজে সমকালে
জিজ্ঞাসিবে শরীর কোথায়?

চেতনা


চেতনা

চেতনার কণা আর
চেতনার  কোন ঢেউ
চেতনায় যোগাযোগ
কখনো কি করে   কেউ?

আদিমেতে থেকে যাওয়া
প্রশমিত বিদ্যুৎ
বিরহে তে যেমতি গো
প্রকাশিত দলছুট
সেমতি কি চেতনাও
অচেতন ব্যাপীয়া
প্রকাশিত শুধু হয়
জটিলেতে আসিয়া?

অথবা কি আর আর
চিন্তার  দূর পার
অগনন ধর্মে
ভরা সারমর্মে?

তাই যদি ঠিক হয়
ঞ্জাত হয় অন্বয়
জাগে জিজ্ঞাসা ফের
শেষে সেই প্রথমের

চেতনার কণা আর
চেতনার  কোন ঢেউ
চেতনায় যোগাযোগ
কখনো কি করে   কেউ?