Saturday, April 6, 2013

অভিষেক



অভিষেক

অন্ধকার এ সময়, শুধু কি অন্ধকার?
পতিতের  জলাভুমে  আলেয়া হয়ে
সস্তা পোষাকে  সেজে (পতিত মনের পাশে)
বিক্রি কর, বুঝি দেখাও শরীর ।

সন্তান জন্মক্ষুধাতুর, খিঁদে বুঝি বেচে দেয় সব
প্রিয়জন হয় আততায়ী ।
সোনার উঠোনে হয় মিথ্যের বারমাষ্যা
অন্ধকার এসময়ে বাংলা মা আমার (বহুদিন ডাকিনি এ নামে)
আমারি রক্তে হোক সত্যের পুনঃ অভিষেক ।

No comments:

Post a Comment