Saturday, April 6, 2013

একক


একক

সে যদি অপরিচিত চেনা জানা সময়ে সুদূরে
কেমনে আয়না তুমি বিম্বিত কর তারে সুরে

ব্যাতীরেক আসলেতে হয়ত বা নিয়মানুসারী
পুকুরে সাপের মাথা আর লেজে হয়েছে কখনো আড়ি?

হয়ত হয়নি কভু তবু কোনও দূরকাল-ক্ষণবাসী
পরিচিত মাত্রায় দেয় ধরা যদি অনাহূত আসি
পালটায় রঙ যদি মাথা আর লেজে সমকালে
জিজ্ঞাসিবে শরীর কোথায়?

No comments:

Post a Comment